| |
               

মূল পাতা সারাদেশ ফের ভয়াবহ বন্যার আশঙ্কা; শেরপুরে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার উপরে


ফের ভয়াবহ বন্যার আশঙ্কা; শেরপুরে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার উপরে


রহমত নিউজ     20 May, 2025     02:41 PM    


আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা দিয়েছে শেরপুর-জামালপুর অঞ্চলে। ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের কারণে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

মঙ্গলবার (২০ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আখিনুজ্জামান।

পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার (১৯ মে) রাত ১০টায় পানির উচ্চতা ছিল ৩৯ সেন্টিমিটার ওপর, যা রাতেই কিছুটা কমে। তবে ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি পেয়েছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের মঙ্গলবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, ভোগাই নদীর পানি (নকুগাঁও পয়েন্ট) বিপৎসীমার ৩৭৯ সেন্টিমিটার নিচে, নালিতাবাড়ী পয়েন্টে বিপৎসীমার ২৫৭ সেন্টিমিটার নিচে ও পুরাতন ব্রহ্মপুত্র পয়েন্টে বিপৎসীমার ৬৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গণমাধ্যমকে বলেন, বৃষ্টি ও উজানের কারণে পানি বেড়েছে। গত চার দিন জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে ভোগাই নদীসহ কয়েকটি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছিল। এ অবস্থায় আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। তবে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রশাসনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ শেরপুর শেরপুর সদর